আটপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আই এফ আই সি ব্যাংক


publisher প্রকাশের সময় : ১৩/০১/২০২৫, ৯:৫৫ PM / ৪৫
আটপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আই এফ আই সি ব্যাংক

প্রকাশের সময় 13/01/2025

 

নেত্রকোনা আটপাড়া তেলিগাতি শাখায় আই এফ আই সি ব্যাংকের উদ্যেগে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় উপজেলা তেলিগাতি শাখায় আই এফ আই সি ব্যাংকের কার্যালয়ে অর্ধশত শীতার্ত অসহায় হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে শীতার্ত লোকজন ব্যাংকের মঙ্গল কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আই এফ আই সি ব্যাংকের উপজেলা অফিসার ইনচার্জ মোহাম্মদ তামজিদুল ইসলাম, সহকারী অফিসার মোঃ শাকিল আহমেদ বিপুল, এবং প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সহ ব্যাংকের সকল কর্মচারীবৃন্দ।

 

আটপাড়া উপ-শাখার অফিসার ইনচার্জ মোঃ তামজিদুল ইসলাম জানান, আই এফ আই সি ব্যাংক পি এল সি বরাবরই ব্যাংকিং কার্যক্রমের সাথে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। পূর্বেও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শীতকালে শীতার্ত মানুষদের কম্বল দিয়েছে, সেই ধারাবাহিকতায় এবার শীতে সকল শাখা-উপশাখা থেকে কম্বল বিতরণ কর্মসূচি চলছে। এবং এ ধরনের মানবিক কাজের প্রশংসা করে তিনি আরো বলেন, আই এফ আই সি ব্যাংক প্রতি বছরই বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকে। এর মধ্যে নারী দিবস পালন, গ্রীষ্মকালে মৌসুমি ফলের সমন্বয়ে মধুমাস উৎসব পালন, শীতকালে প্রতিবেশীদের নিয়ে পিঠাপুলি খাওয়ার উৎসব ও কম্বল বিতরণ এবং রমজানে ইফতারির আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা করছি।

ব্রেকিং নিউজ
#বাংলা বাজারে ইজারাদারকে টোল আদায়ে বাধাঁ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন#নেত্রকোণায় অপেন হাউজ ডে পালিত#খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ৩ জনের লাশ উদ্ধার #নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনা সরকারি  কলেজ ছাত্রদলের মানববন্ধন #মদনে আন্তর্জাতিক নারী দিবস পালিত#নেত্রকোণায় “পাথর চাপা ও মুক্তির ছোঁয়া” কাব্য গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন#নেত্রকোণায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে মানববন্ধন #মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন।#নেত্রকোনায় ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন #নেত্রকোণায় ইট ভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি#নেত্রকোনায় অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা#মদন পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস#নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান #নেত্রকোনায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার #নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত #২৯ বছর পর জামায়াত প্রার্থীর প্রচারণা। #ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনায় জেলা ত্রান ও পুনর্বাসন অফিসে উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল #নেত্রকোণা কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত#খুনী হাসনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তার বিচার করা হবে  —-সৈয়দ এমরান সালেহ প্রিন্স#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা