নেত্রকোনার খালিয়াজুরীর হাওরে বৃষ্টিপাত চলাকালে বজ্রপাতে শহীদ মিয়া (৫২) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুর পৌনে ১২ টার দিকে খালিয়াজুরী উপেজলার রাজঘাট হাওরে।
মৃত শহীদ মিয়া খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
মৃতের ভাই মেন্দীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, আমার ভাই শহীদ মিয়া সকালে বাড়ি থেকে বের হয়ে গ্রামের সামনে রাজঘাট হাওরে মরিচ খেতে কাজ করছিলেন। দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে শহীদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মৃতের লাশ দাফনের জন্য তাৎক্ষনিক জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সবার আগে আমরা আছি আপনার সাথে