নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা নির্ধারণের দাবীতে মানববন্ধন


publisher প্রকাশের সময় : ০৪/০১/২০২৫, ৪:৪৩ PM / ১২৬
নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা নির্ধারণের দাবীতে মানববন্ধন

প্রকাশের সময় 04/01/2025

 

নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা দ্রæত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের প্রাণ কেন্দ্র পৌরসভার সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে নেত্রকোনা মেডিকেল কলেজের জায়গা দ্রæত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জনউদ্যোগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক ভজন দাস, নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি সম্পাদক আলপনা বেগম, সাংবাদিক কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ¦ শফিউল আলম চৌধুরী জুয়েল, কবি সোহরাব আকন্দ, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন খান লেলিন, শিক্ষক প্রতিনিধি এখলাছ উদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম ও খায়রুল ইসলাম ফারাস প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর ৬ বছর পেরিয়ে গেলেও সরকারের নীতি নির্ধারক ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও অবহেলার কারণে অধ্যাবদি কলেজের জন্য কোন জায়গা নির্ধারণ করা হয়নি। ফলে মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মিত না হওয়ায় একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হচ্ছে অপরদিকে কলেজটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, কলেজের সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় অর্থ সংকট দেখিয়ে বর্তমানে কলেজটি বাতিলের প্রক্রিয়া চলছে। বক্তারা প্রধান সড়কের পাশে নেত্রকোনা মেডিকেল কলেজের জায়গা দ্রæত নির্ধারণ এবং সেখানে অবকাঠামো নির্মাণ করে শিক্ষার অনুকুল পরিবেশ গড়ে তোলার জন্য অর্ন্তবর্তী সরকারের প্রতি জোর দাবী জানান।

ব্রেকিং নিউজ
#বাংলা বাজারে ইজারাদারকে টোল আদায়ে বাধাঁ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন#নেত্রকোণায় অপেন হাউজ ডে পালিত#খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ৩ জনের লাশ উদ্ধার #নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনা সরকারি  কলেজ ছাত্রদলের মানববন্ধন #মদনে আন্তর্জাতিক নারী দিবস পালিত#নেত্রকোণায় “পাথর চাপা ও মুক্তির ছোঁয়া” কাব্য গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন#নেত্রকোণায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে মানববন্ধন #মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন।#নেত্রকোনায় ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন #নেত্রকোণায় ইট ভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি#নেত্রকোনায় অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা#মদন পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস#নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান #নেত্রকোনায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার #নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত #২৯ বছর পর জামায়াত প্রার্থীর প্রচারণা। #ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনায় জেলা ত্রান ও পুনর্বাসন অফিসে উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল #নেত্রকোণা কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত#খুনী হাসনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তার বিচার করা হবে  —-সৈয়দ এমরান সালেহ প্রিন্স#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা