নেত্রকোনায় হতদরিদ্র খাদ্যবান্ধব ওএমএস কর্মসূচির সরকারি ৪২ বস্তুা চাউল জব্দ

প্রকাশের সময় 27/03/2024

আজ ২৭ ই মার্চ রোজ বুধবার সন্ধ্যার দি‌কে নেত্রকোনা জেলার মদন উপ‌জেলার নায়েকপুর ইউ‌নিয়‌নের মাখনা গ্রামের দুলদুল মুন্সির বাড়ি থেকে হতদরিদ্র সরকারের দেওয়া ওএমএ‌সের ৪২ বস্তা চাল জব্দ ক‌রেছেন উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) এটিএম আরিফ।

মাখনা গ্রা‌মবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধ‌রে দুলদুল মুন্সী সরকারি চাল কেনা বেচা কর‌ছে। হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কি‌নে কা‌লোবাজা‌রি করার জন্য মাখনা নিজ বাড়িতে মজুত ক‌রে রাখ‌তো এ খাদ্য বান্ধব কর্মসূচির চাল। প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন খাদ্য গোডাউন ও চা‌লের ডিলার‌ ও ব্যবসায়ী কা‌ছে বি‌ক্রি করতো এই চাউল।

এদিকে বুধবার সন্ধ্যার দি‌কে অভিযান চালায় উপ‌জেলা প্রশাসন পরে নায়েকপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার বুলবুল মিয়ার আপন ছোট ভাই দুলদুল মিয়ার বাড়ি থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি ওএমএস এর ৪২ বস্তা চাউল জব্দ করেন উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) এটিএম আরিফ।

উপ‌জেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদিস উদ্দিন ব‌লেন, বিষয়টা দুঃখজনক কোনভাবেই কাম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে মাল হতদরিদ্রদের মাঝে দেওয়ায়।
এই চাউল যেই চুরি করে বিক্রি করেছে তার উপযুক্ত শাস্তি দাবি করি।

উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ওএমএস এর ৪২ বস্তা চাউল জব্দ করা হয়েছে।
জব্দকৃত ৪২ বস্তা চাউল মদন খাদ্য গুদামে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *