নেত্রকোনা পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

প্রকাশের সময় 21/11/2024

 

নেত্রকোনা পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারীর মাধ্যমে ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা জেলা খাদ্য বিভাগ এই ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করেন।

নেত্রকোনার জেলা প্রশাসক ও ওএমএম ডিলার নিয়োগ কমিটির সভাপতি বনানী বিশ^াস এর সভাপতিত্বে উন্মুক্ত লাটারী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোয়েতাছেমুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিবলী সাদিক, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, এনডিসি মাহমুদ হোসেন রাজু, পৌরসভার সচিব মোঃ ফারুক ওয়াহিদ, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আহসান হাবিব, ঠাকুরাকোনা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাগন।
নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নেত্রকোনা পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগের আহবানের প্রেক্ষিতে ৯টি ওয়ার্ড থেকে ২৫৩ জন আবেদন পত্র জমা দেন। আবেদন পত্র যাচাই বাচাইয়ের পর স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের জন্য এই প্রথমবার উন্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ করা হয়েছে। সকল আবেদনকারীদের সামনে উন্মুক্ত লটারীর মাধ্যমে পৌরসভার ৯ ওয়ার্ডে মোট ১২ জন ডিলার নিয়োগ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *