নেত্রকোণার পূর্বধলায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাহেরা আক্তার উম্মে হাবিবা (২৫) নামক এক নারী আত্মহত্যা করেছে।
উম্মে হাবিবা পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটী গ্রামের পশ্চিম পাড়ার শাহজাহান মিয়ার স্ত্রী।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৪ মে) দুপুরে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপজেলা সদরের দিগজান নামক স্থানে।
পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৩নং আপ লোকাল ট্রেনটি পূর্বধলা রেল স্টেশন অতিক্রম করার পর দিগজান নামক স্থানে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।
পূর্বধলা রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারী আব্দুল মোমেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ট্রেন আসার আগ মুহূর্ত পর্যন্ত ওই নারী রেল লাইনের পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেনটি কাছাকাছি আসতেই তিনি ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস'লের পাশে স'ানীয় লোকজন দুটি চিরকুট দেখতে পান। তাতে লেখা রয়েছে, বাবা মা ক্ষমা করে দিও আমাকে, জানি ক্ষমার অযোগ্য আমি, আমি পাপী, কলিজার সন্তান রেখে গেলাম, লিখার মতো সময় নেই। আরেকটি চিরকুটে লেখা আছে, আত্মহত্যা মহা পাপ, সন্তান রেখে আত্মহত্যা মহাপাপ, এর বাপ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শশ্বরবাড়ির কাউকে দোষারোপ করোনা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম ট্রেনের নীচে কাটা পড়ে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি নিছক দুর্ঘটনা নাটি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
সবার আগে আমরা আছি আপনার সাথে