নেত্রকোণার বারহাট্টায় জনতার হাতে আটক ভারতীয় অবৈধ শাড়ি বুঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ।
প্রায় অর্ধকোটি টাকার মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে বারহাট্টা বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। পরবর্তীতে সিরাম ইউনিয়নের নৈহাটি বাজার থেকে আসা ভারতীয় বিভিন্ন শাড়ি বোঝাই একটি ট্রাক আটক করে স্থানীয় বিএনপি'র কর্মী ও সমর্থকরা।
পরে পুলিশে খবর দিলে বারহাট্টা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
জনতার সহায়তায় ঢাকা মেট্রো - ন বারো- শূন্য শূন্য পাছ তিন নাম্বারের ট্রাকটি থানায় নিয়ে আসা হয়।
পরে মালামাল জব্দ তালিকায় করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে মহেশখলা সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য আমদানি করে আসছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। তারা গভীর রাতে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজার সড়কটি নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
তবে চোরাচালান রোধে টহল জোরদার করা হয়েছে এবং জব্দকৃত মালামাল আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ
সবার আগে আমরা আছি আপনার সাথে