সরকারি গাছ কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কে মারধর ও লাঞ্ছিত থানায় মামলা।


publisher প্রকাশের সময় : ০৪/০৩/২০২৪, ২:৩৩ PM / ১৪৬
সরকারি গাছ কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কে মারধর ও লাঞ্ছিত থানায় মামলা।

প্রকাশের সময় 04/03/2024

মহিউদ্দিন তালুকদার, নেত্রকোণা

সরকারি গাছ কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কে মারধর ও লাঞ্ছিত থানায় মামলা।

দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি নারী সাংবাদিক তানজিলা শাহ রুবি (৩০)কে সন্ত্রাসীরা মারধর করেছে।

মহিলা সাংবাদিক সরকারি গাছ কেটে নিচ্ছে অবৈধভাবে অনুমতির কথা জিজ্ঞেস করলে তাকে অতর্কিতভাবে মেরে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

পরে নারী সাংবাদিকে আহত অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনেরা।

এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার( ১ লা মার্চ )সকাল ১১ দিকে আটপাড়া উপজেলা স্বরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়,
সোনা মিয়ার ছেলে জুলহাস মিয়া এবং তার সহযোগী হারেস আলীর ছেলে, রমজান আলী।
সরকারি গাছ কাটার সময় সাংবাদিক তানজিলা শাহা রুবি ভিডিও ফুটেজ এবং ক্যামেরাবন্দি করায় তার মোবাইল ক্যামেরা নিয়ে ভেঙে ফেলে এবং তাকে মারধর ও লাঞ্ছিত করে।

সন্ত্রাসী জুলহাসকে প্রধান আসামি করে (২ মার্চ )
রোজ শনিবার তাদের বিরুদ্ধে এক মামলা দায়ের করেছে ওই নারী সাংবাদিক নিজেই বাদী হয়ে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক তানজিলা শাহা রুবি জানান, সরকারি গাছ কেটে নেওয়ার সময় তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, বনবিভাগের অনুমতি নিয়ে কি গাছ কাটতেছেন কিনা।

এ কথা জিজ্ঞাসা করায় অতর্কিতভাবে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমাকে মারধর এবং আমার মোবাইল ক্যামেরা নিয়ে রাস্তায় ঢিল মেরে ভেঙে ফেলে , এবং আমাকে গালাগালি শুরু করে জুলহাস এবং রমজান আলী নামের দুই ব্যক্তি।

পরবর্তীতে সংবাদ পেয়ে অন্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আমাকে উদ্ধার করে নিয়ে এসে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও জানা যায়, পূর্বের অপকর্মের বিরুদ্ধে নিউজ করে ওই সাংবাদিক। তাই তার প্রতি ক্ষুব্ধ ছিল এখন সরকারী রাস্তার পাশের গাছ কেটে নেওয়ার সময় ভিডিও ফুটেজ ধারণ করায় তাকে মারধর ও লাঞ্ছিত করে ওই সন্ত্রাসীরা।

এ ঘটনায় নেত্রকোনা জেলার বাংলাদেশ প্রেসক্লাব সহ সকল উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রতিবাদ জানিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে। দ্রুত ওই সরকারি গাছ কাটা সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।

এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি জানান, নারী সাংবাদিককে মারধর করায় থানায় মামলা হয়েছে। দ্রুত আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ব্রেকিং নিউজ
#বাংলা বাজারে ইজারাদারকে টোল আদায়ে বাধাঁ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন#নেত্রকোণায় অপেন হাউজ ডে পালিত#খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ৩ জনের লাশ উদ্ধার #নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনা সরকারি  কলেজ ছাত্রদলের মানববন্ধন #মদনে আন্তর্জাতিক নারী দিবস পালিত#নেত্রকোণায় “পাথর চাপা ও মুক্তির ছোঁয়া” কাব্য গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন#নেত্রকোণায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে মানববন্ধন #মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন।#নেত্রকোনায় ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন #নেত্রকোণায় ইট ভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি#নেত্রকোনায় অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা#মদন পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস#নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান #নেত্রকোনায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার #নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত #২৯ বছর পর জামায়াত প্রার্থীর প্রচারণা। #ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনায় জেলা ত্রান ও পুনর্বাসন অফিসে উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল #নেত্রকোণা কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত#খুনী হাসনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তার বিচার করা হবে  —-সৈয়দ এমরান সালেহ প্রিন্স#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা