প্রকাশের সময় 06/03/2024
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও সতর্ক থাকতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র রমজান আসছে। এ মাসে কিছু অসাধু ব্যবসায়ী লোভ-লালসা সংবরণ করার পরিবর্তে আরও লোভী হয়ে ওঠেন। এটা খুবই দুঃখজনক।’
আজ বুধবার রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় সরকারপ্রধান উল্লেখ করেন, একশ্রেণির ব্যবসায়ীরা পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করতে শুরু করেন, দাম বাড়ান ও নানা ধরনের কৌশল অবলম্বন করেন।
র্যাব সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এসব অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
ঈদ সামনে রেখে জাল নোটের বিরুদ্ধে অভিযান জোরদার করতেও র্যাবকে নির্দেশনা দেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘দেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে। আমি আপনাদের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় র্যাবের সাম্প্রতিক কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।