আইরিন আলিফ, নেত্রকোনা। নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘ত্রুটি সারিয়ে যুগোপযোগী আইন করার দায়িত্ব সরকারের। সিভিল প্রসিডিউর কোড বহু দেশে আপডেট করা হয়। কিন্তু আমাদের দেশে তা করা হয় বহু বছর পর। এই সিভিল প্রসিডিউর কোডসহ অন্য আইনগুলো সংস্কার করা না হলে মামলার জট থেকে রেহাই পাওয়া যাবে না।’একটি মামলাই জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপীল বিভাগে যায়। এ সব প্রক্রিয়ার সঙ্গে অ্যাডভোকেট,আমরা জজ সহেবেরা ও আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট সকলে জড়িত।নেত্রকোণা পৌরসভার আয়োজনে গত কাল বিকাল ৫ টায় জেলার আধুনিক স্টেডিয়ামে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ প্রতি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, মোস্তফা জামান ইসলাম, সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাজ্জাদুল হাসান,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জাকিয়া পারভীন মনি, পরিকল্পনা কমিশনের সচিব এ কে এম ফজলুল হক, সিনিয়র জেলা জজ মো.শাহজাহান কবির, মোহাম্মদ ইফতেখার বিন আজিজ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.গোলাম কবীর, জেলা প্রশাসক শাহেদ পারভেজ,পু লিশ সুপার মোঃফয়েজ আহমেদ,জেলা জজ কোর্টের জিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ।
সবার আগে আমরা আছি আপনার সাথে