প্রকাশের সময় 25/03/2024
“ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানেই যথেষ্ট, নেত্রকোনার আটপাড়ায় ধর্মীয় প্রতিনিধি/মসজিদ কমিটির সমন্বয়ে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক ‘অবহিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নেত্রকোনা বাস্তবায়নে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজনে
উপজেলার শুনই ইউনিয়নের কামরুন্নাহার জেবু ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়৷
এতে বক্তব্য রাখেন, পরিবার -পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক আব্দুল লতিফ মোল্লা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান খান, সহকারী পরিচালক বাবুল চন্দ্র সরকার, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ খান পাঠান, আটপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা প্রমুখ।
সভাপতিত্ব করেন পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম৷ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মসজিদের ধর্মীয় প্রতিনিধি/মসজিদ কমিটির সভাপতি, সাংবাদিকবৃন্দ প্রমুখ।