সম্পাদকীয়
নেত্রকোনার আটপাড়া উপজেলায় নাশকতার আশংকায় পুলিশের দায়ের করা মামলায় সন্দেহভাজন দুইজন আসামীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার ভোরসাড়ে ৬ টায় উপজেলার দক্ষিণ মনসুরপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. গোলাম মোস্তফা (৩৯) ও কৈলংগ্রামের শেখ মঞ্জুরুল হকের ছেলে শেখ মোকাম্মেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করে ১১ ফেব্রুয়ারী তারিখে আটপাড়া থানার এসআই জিয়াউর রহমান বাদী হয়ে দায়ের করা ৬নং মামলায় সন্দেহভাজন আসামী হিসাবে আদালতে সোর্পদ করেন।
মঙ্গলবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদুর রহমান ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদনকরেন। শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহার আসামীদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারী আটপাড়া উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা আটপাড়া থানা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অর্ন্তঘাতিকার্যের মাধ্যমে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য নিয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সমবেত হয়ে পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ উপস্থিত হলে বিএনপির নেতাকর্মিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
সবার আগে আমরা আছি আপনার সাথে