ধীমান, কবি ও সরলপ্রাণ ধর্মচিন্তক এডভোকেট এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এডভোকেট এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর প্রয়াণে শোকসভা আয়োজক কমিটি এই শোকসভার আয়োজন করে।
শোকসভা আয়োজন কমিটির আহবায়ক জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শফিউল আলম খানের সঞ্চালনায় এডভোকেট এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জিপি এডভোকেট মাহফুজুল হক, অধ্যাপক মতিন্দ্র সরকার, অধ্যাপক ননী গোপাল সরকার, পিপি এডভোকেট আবুল হাসেম, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, এডভোকেট মজিবুর রহমান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাগরিক শোকসভায় বক্তারা বলেন, এডভোকেট এ কে এম শাহ্ নেওয়াজ ফকির ছিলেন, একজন ধীমান, কবি ও সরলপ্রাণ ধর্মচিন্তক। তিনি সারা জীবন সাধারণ জনগনকে আইনী সহায়তা প্রদানের পাশাপাশি সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে অপূরনীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ সম্ভব নয়। বক্তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, এডভোকেট এ কে এম শাহ্ নেওয়াজ ফকির বার্ধক্যজনিত কারণে গত ২৫ অক্টোবর মৃত্যুবরণ করেন।
সবার আগে আমরা আছি আপনার সাথে