কৃষকদেরকে হয়রানি বরদাস্ত  করা হবে না               ——নেত্রকোনায় খাদ্য অধিদপ্তরের ডিজি

প্রকাশের সময় 24/04/2025

(এ কে এম আব্দুল্লাহ)

নেত্রকোনায় অভ্যন্তরীন বোরো সংগ্রহ (ধান ও চাল) ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মোহনগঞ্জ এলএসডি খাদ্য গোদামে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ, নেত্রকোনা এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে অভ্যন্তরীন
বোরো সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস এর সঞ্চালনায়
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রাফিকুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোয়েতাছেমুর রহমান, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর শাকুর সাদী, থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, মোহনগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুমসহ অন্যান্য কর্মকর্তা, এলাকায় গন্যৃমান্য ব্যাক্তিবর্গ ও কৃষকবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত, আপদকালীন পরিস্থিতি মোকাবেলা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে। কৃষকরা যাথে সরকারি বিধি বিধান মেনে সরাসরি খাদ্য গোদামে ধান দিতে পারে তার জন্য খাদ্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের আন্তরিকতা সহিত কাজ করার আহবান জানান। খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে কৃষকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি হুসিয়ারি উচ্চারন করেন বলেন, কৃষকদেরকে হয়রানি করা হলে তা কিছুতেই বরদাস্ত করা হবে না।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোয়েতাছেমুর রহমান জানান, চলতি বোরো মওসুমে নেত্রকোনায় ৩৬ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৪ শত ৩২ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬১ হাজার ১ শত ৬১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরে উপজেলা পরিষদ মাল্টি পারপাস হল রুমে স্থানীয় কৃষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *