নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের দিগর সহিলাটী গ্রামে বুধবার দুপুরের দিকে বাড়ীর সামনের পুকুরের পানিতে পড়ে মোঃ আদনান নামক ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিগর সহিলাটী গ্রামের সোহাগ মিয়ার পুত্র আদনান বুধবার দুপুরের দিকে বাড়ীর সামনে খেলা করছিল। পরিবারের লোকজন আদনানকে কোঁথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। দুপুর দেড়টার দিকে আদনানের দেহ বাড়ীর সামনের পুকুরের পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রæত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু আদনানকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ এনামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সবার আগে আমরা আছি আপনার সাথে