কেন্দুয়ায় ১৫জন আ’লীগ নেতা কর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশের সময় 22/10/2023

আইরিন আলিফ, নেত্রকোনা 

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুলিয়া ইউনিয়নের ১৫ জন আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী শনিবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। জেলা বিএনপির সাবেক উপদেষ্টা কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারি মহাসচিব রোটারিয়ান এম. নাজমুল হাসান সকলকে মালা পড়িয়ে বিএনপিতে বরন করে নেন।

 

জানা গেছে, বলাইশিমুল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিন আহমেদের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম. নাজমুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মুখলেছুর রহমান, উপজেলা তাঁতিদলের সাবেক সভাপতি বাবলু, জেলা যুবদলের সহ-সভাপতি রায়হান হুমায়ূন, জেলা যুবদল নেতা প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সানোয়ার হোসেন শিবলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনির, যুবদল নেতা আশরাফুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *