নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পৌর সদরের বাদে আঠারোবাড়ী গ্রামের মৃত আব্দুল জলিলের সুযোগ্য সন্তান মোঃ জাকারুল ইসলাম। ১৯৮৫ সালের ১০ ডিসেম্বর মাতা রহিমা আক্তারের কোল আলোকিত করে তার জন্ম। কেন্দুুয়া সরকারী কলেজে পড়াকালীন সময়ে ২০১১ সাল থেকে সে ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ভাবে অংশ গ্রহন করে প্রতিটি মিছিল মিটিং এ অগ্রণীয় ভূমিকা পালন করে। পরবর্তীতে ২০১৯ সালে কেন্দুয়া ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে নব উদ্যমে আর বেশী জোরালো ভূমিকা পালন করে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার ফলশ্রুতিতে ২০২০ সালে কলেজ শাখার সদস্য সচিব নির্বাচিত হয়। । জাকারুল ইসলাম একান্ত আলাপচারিতায় জানায়-রাজনীতি করতে এসে হামলা মামলা-হুমকি ধমকি উপেক্ষা করে আমি রাজপথে ছিলাম আছি থাকবো । রাজনৈতক প্রতি হিংসায় ২২ মামলাসহ বেশ কয়েকবার কারা বরণ করেছি। সে আরও জানায়,জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন রাজনীতি করছি মানুষের কল্যাণে।
জীবনের শেষ দিন পর্যন্ত সততা আদর্শ ন্যায়নীতির মাধ্যমে দলের জন্য ও জনমানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে চাই।
সবার আগে আমরা আছি আপনার সাথে