খালিয়াজুরীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ ঃ আহত-৮


publisher প্রকাশের সময় : ১৬/১০/২০২৪, ১০:৩৪ PM / ৯০
খালিয়াজুরীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ ঃ আহত-৮

প্রকাশের সময় 16/10/2024

 

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর গ্রামে ‘কৃষক গ্রæপ’ গঠন নিয়ে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে অন্তঃত আট জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারটার দিকে কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- ওই গ্রামের আলী হোসেনের ছেলে আলী হাসান (১৯), ফাহিম মিয়া (১৫), সোহাগ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৬), মহসিন মিয়ার ছেলে হাসিম মিয়া (১৫), কনা মিয়ার ছেলে রুহুল আমিন (৩৫), আক্কল আলীর ছেলে শুক্কুর আলী (৪২), আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া (৩২) ও মতিউর রহমানের স্ত্রী নাপিয়া বেগম (৩৫)। এদের মাঝে শুক্কুর আলী, রুহুল আমিন ও নাপিয়া বেগমকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অফিসের আওতায় গ্রামে কৃষক গ্রæপ গঠন নিয়ে গত ১৫ অক্টোবর বিকেলে কৃষ্ণপুর বাজারে আলোচনায় বসেছিলেন স্থানীয়রা। তাদের মাঝে কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি কর্মী কায়েস মিয়া এবং উপজেলা যুবদল নেতা শুক্কুর আলী ও তাদের লোকজন উপস্থিত ছিলেন। এক পর্যায়ে ওই দু’জনের দুটি পক্ষ কৃষক গ্রæপে পদ-পদবি নিতে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই জের ধরে রাত সাড়ে ১১টার দিকে তারা লাঠি-সোটা সংঘর্ষে জড়িয়ে অন্তত আট জন আহত হয়।
খালিয়াজুরী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান কেস্ট জানান, এ ঘটনার কথা শুনেছি। দলের অন্যান্য নেতৃবৃন্দ নিয়ে স্থানীয় ভাবে বসে ঘটনাটি মিমাংসা করার চেষ্টাও করব।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে আহতদেরকে দেখতে গিয়েছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ব্রেকিং নিউজ
#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত #নেত্রকোনায় লিমা হত্যাকাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন#নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু#গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ #ক্ষণজন্মা তবু কর্মে যিনি মৃত্যুঞ্জয়ী!#মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল#নেত্রকোণায় আল-ফালাহ্ আইডিয়াল মাদ্রাসার নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।#আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যু বার্ষিকী#বাউল সাধক রশিদ উদ্দিনের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় দুই দিনব্যাপী স্মরণসভা ও বাউল উৎসব অনুষ্ঠিত#সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আশুরোগ মুক্তি কামনায় নেত্রকোনায় কোরআন খানি ও দোয়া মাহফিল#আটপাড়ায় শ্রমিক দলের কমিটি গঠন#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত#নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা #নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ #আটপাড়ায় পিঠা উৎসব: তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা