খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ৩ জনের লাশ উদ্ধার 


publisher প্রকাশের সময় : ১০/০৩/২০২৫, ৮:৫৩ PM / Views
খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ৩ জনের লাশ উদ্ধার 

প্রকাশের সময় 10/03/2025

 

(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া)

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পোলবাইছ কারীদের সাথে জগন্নাথপুর ও রসুলপুর গ্রামবাসীর সংঘর্ষে নিখোঁজ হওয়া ৫ জনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ সোমবার (১০ মার্চ) দুপুরে জেলার খালিয়াজুরী উপজেলার ধনু নদীর পৃথক স্থান নাওটানা ও রসুলপুর ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ৮ মার্চ হাওরের বিভিন্ন জলমহালে কয়েক হাজার পলো বাইছকারীরা মাছ ধরতে গেলে ওই দুই গ্রামবাসীর সাথে তারা সংঘর্ষে জড়ায়।

নিহতরা হলেন- মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে রোকন মিয়া (৫০), আটপাড়া উপজেলার শ্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের রুস্তম আলির ছেলে শহীদ মিয়া (৫০),
কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামের ফজলু মিয়া ছেলে হৃদয় (৩০)।

 

সংঘর্ষের সময় উভয়পক্ষের পাঁচ শতাধিক আহত হয়েছিল। আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দিয়ে পাঁচজন নিখোঁজ হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রেণে নিতে ৫১ জনকে খালিয়াজুরী থানার পুলিশ আটক করে। পরের দিন ৯ মার্চ আটকদের স্থানীয় নেতাকর্মীদের জিম্মায় ছেড়ে দেয়। এরপর আজ সোমবার পুনরায় মদন, কেন্দুয়া ও আটপাড়ার লোকজন থেকে সংঘর্ষে জড়াতে গেলে প্রশাসন ও যৌথবাহিনী নিয়ন্ত্রণ করে।

 

খালিয়াজুরী উপজেলার লেপসিয়া ফাঁড়ির নৌ পুলিশের আইসি জাহাঙ্গীর হোসেন খান মদন উপজেলার তিয়শী ইউনিয়নের বাগজান গ্রামের রোকনের লাশটি রসুলপুরঘাট থেকে উদ্ধার করেন। কয়জন নিখোঁজ ছিলো এটা এখনও বলা যাচ্ছে না।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার নুরুল ইসলাম জানান, ধনু নদীর নাওটানা ঘাট থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজনের লাশ একই নদী রসুলপুর ঘাটের পাশ থেকে পুলিশ উদ্ধার করে।

খালিয়াজুরীর থানার অফিসার ইনচার্জ ওসি মকবুল হোসেন জানান, পলো বাইছকারী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় নিখোঁজের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রেকিং নিউজ
#খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ৩ জনের লাশ উদ্ধার #নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণের প্রতিবাদে নেত্রকোনা সরকারি  কলেজ ছাত্রদলের মানববন্ধন #মদনে আন্তর্জাতিক নারী দিবস পালিত#নেত্রকোণায় “পাথর চাপা ও মুক্তির ছোঁয়া” কাব্য গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন#নেত্রকোণায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে মানববন্ধন #মদনে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন।#নেত্রকোনায় ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন #নেত্রকোণায় ইট ভাটা মালিক- শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি#নেত্রকোনায় অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা#মদন পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস#নেত্রকোনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান #নেত্রকোনায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার #নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত #২৯ বছর পর জামায়াত প্রার্থীর প্রচারণা। #ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনায় জেলা ত্রান ও পুনর্বাসন অফিসে উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল #নেত্রকোণা কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত#খুনী হাসনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতেই তার বিচার করা হবে  —-সৈয়দ এমরান সালেহ প্রিন্স#নেত্রকোনায় সরকারি জলমহাল হতে অবৈধভাবে মৎস আহরনের পায়তারা#লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পরুষ্কার বিতরনী ২০২৫ অনুষ্ঠিত#প্রশাসন ব্যবস্থা পরিচ্ছন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াত তা দিতে প্রস্তুত        —-মিয়া গোলাম পরওয়ার