সিলেট সদর উপজেলায় গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফকির আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার কান্দির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সাহেবের বাজার কান্দির পাড়া গ্রামে গুরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে ফকির আলীর সঙ্গে তার প্রতিবেশীর কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ফকির আলী আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, নিহত ওই ব্যক্তির মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
সবার আগে আমরা আছি আপনার সাথে