ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৩১মে) বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়।
এ উপলক্ষ্যে ‘তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এই শ্লোগান কে প্রতিপাদ্য করে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক এবং যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মোস্তাক আহমেদ প্রমুখ। একইদিনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বাংলাদেশ তামাকবিরোধী জোট, ডব্লিউবিবি ট্রাস্ট, যুগান্তর স্বজন সমাবেশ, সতিশা যুব ও কিশোর সংঘের আয়োজনে তামাকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা তামাকের বিভিন্ন নেতিবাচক দিক ও ভয়াবহতা তুলে ধরেন।
সবার আগে আমরা আছি আপনার সাথে