গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ 


publisher প্রকাশের সময় : ২৩/০১/২০২৫, ৪:১৪ PM / Views
গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ 

প্রকাশের সময় 23/01/2025

( সুপক রঞ্জন উকিল)
গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ (২২ জানুয়ারি) বুধবার বিকাল ৪টায় গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান মেলায় কেউ তৈরি করেছে ‘ম্যানুয়েল বিভিন্ন প্রযুক্তি ও স্থানীয় আইপিএস মডেল । আবার কেউবা মডেলের মাধ্যমে তুলে ধরেছে কলকারখানা ও রাস্তায় গাড়ির ধোঁয়াসহ বিভিন্ন কারণে পরিবেশ দূষণের চিত্র, সেন্সরের মাধ্যমে ডিজিটাল সিস্টেম ভোটার এনট্রান্স ডিসপ্লে, ডিজিটাল বুথ, একই মেশিনে একাধিক মোবাইল ব্যালেন্স লোড করার মডেল ও সফটওয়্যার মডেল। বিজ্ঞান বিষয়ক এরকম অর্ধ শতাধিক প্রকল্প নিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে শুরু হয়েছিল বিজ্ঞান মেলা-২০২৫। মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছিল স্কুল, কলেজ ও ক্লাব পর্যায়ের শিক্ষার্থীরা।  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এবং গৌরীপুর  উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী এ মেলা চলেছে মঙ্গলবার হতে বুধবার ( ২১ ও ২২ জানুয়ারি) পর্যন্ত। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শ্লোগানে মেলায় ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবসহ ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে বিভিন্ন স্টলে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত সেবা নিয়ে হাজির হয়েছিল।এর দুই দিন আগে মঙ্গলবার প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারলে, তারা একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে। ’উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো শাহাদত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক, সদস্য হাফেজ আজিজুল হক, গৌরীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বদরুজ্জামান, এছাড়া অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফারুক মিয়া, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, সাধারণ সম্পাদক  এইচ.টি তোফাজ্জল হোসেন , গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার,  জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মীর হোসেন মিরনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, গবেষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ব্রেকিং নিউজ
#নেত্রকোনায় লিমা হত্যাকাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন#নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু#গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ #ক্ষণজন্মা তবু কর্মে যিনি মৃত্যুঞ্জয়ী!#মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল#নেত্রকোণায় আল-ফালাহ্ আইডিয়াল মাদ্রাসার নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।#আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যু বার্ষিকী#বাউল সাধক রশিদ উদ্দিনের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় দুই দিনব্যাপী স্মরণসভা ও বাউল উৎসব অনুষ্ঠিত#সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আশুরোগ মুক্তি কামনায় নেত্রকোনায় কোরআন খানি ও দোয়া মাহফিল#আটপাড়ায় শ্রমিক দলের কমিটি গঠন#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত#নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা #নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ #আটপাড়ায় পিঠা উৎসব: তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা#নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক#নেত্রকোণায় আঃ লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার #কবি ও প্রকৌশলী মোহাম্মদ শাহ্জাহান এর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রপ্তি।#শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলো গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম #নেত্রকোণায় ৪৬তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু #ক্লীন ইমেজের নেতা কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা