প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:৪৬ এ.এম
গৌরীপুর গণপাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২৮ ডিসেম্বর) সংগঠনের কার্যালয় থেকে বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার শেষে স্থানীয় শিল্পীবৃন্দদের সংগীত পরিবেশন, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী প্রধান পরিচালক ও গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মো. আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মেলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাজেন্দ্র দেবনাথ, গৌরীপুর টেক্সটাইল ভোকেশনালের সাবেক সুপারিনটেনডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, প্রভাষক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর গণপাঠাগারের পরিচালক অধ্যাপক আহসানুল হক, মো. এমদাদুল হক, মো. রইছ উদ্দিন, সেলিম আল রাজ, নূরুন নঈম মনন, জাকিয়া কানন, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, হারুন পাঠাগারের পরিচালক মো. হারুন মিয়া, উপজেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, ইসরাত জাহান রেখা, মাহমুদা আক্তার, নার্গিস আক্তার, কবি নুরুল আবেদিন, আবেদীন, আব্দুস সালাম প্রমুখ।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2025 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.