প্রকাশের সময় 02/07/2024
নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে খাগুড়িয়া গ্রামে মৃত নুরুল ইসলাম কবরের পাশে দিয়ে পানি নিষ্কাশনের ড্রেন দেওয়া নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন আহত হয়।
মঙ্গলবার উপজেলা খাগুড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, খাগুড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে শাহিন মিয়া (৩০), ও জাকির হোসেন( ৩৫)। আহতদের স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, পূর্বে থেকে জমি জমা নিয়ে বিরোধ চলছিল আলী আকবর ও প্রতিপক্ষ মৃত নুরুল ইসলামের ছেলেদের মধ্যে। ২ জুলাই রোজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মৃত নুর ইসলামের কবরের পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন করতে বাধা দেয় আলী আকবরের লোকজনকে।
পরে বাবার কবরের পাশ দিয়ে পানি নিষ্কাশনের ড্রেন দেওয়ার জন্য নিষেধ করে শাহিন ও জাকির হোসেন তারা দুই ভাই।এমন সময় আলী আকবরসহ ও তার লাঠিয়াল বাহিনী পানি নিষ্কাশনের ড্রেন করতে নিষেধ করার কারণে দু পক্ষের মধ্যে বাগদন্ডিতা হয়।
পরে আলী আকবরের লাঠিয়াল বাহিনী ধারালো অস্ত্র নিয়ে ওতর্কিতভাবে হামলা করে এলোপাথাড়ি আঘাত করে জাকির হোসেন ও তার ভাই শাহীন মিয়াকে এতে তারা দুই ভাই গুরুতর আহত হয়। আহতদের স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে প্রতিপক্ষ আলী আকবর বলেন, ড্রেন দিতে নিষেধ ও করে আমাকে লাঠি দিয়ে বারি দেওয়ার পর আমি মাথা ঘুরায়ে পড়ে যাওয়ার পরে তাদেরকে আঘাত করি।
এ বিষয়ে মদন থানা তদন্ত ওসি জাহাঙ্গীর আলম, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।