ঈদুল আযহাকে ঘিরে জমে উঠেছে নেত্রকোনার পশুর হাটগুলো। ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত স্থায়ী অস্থায়ী সবগুলো কোরবানী পশুর হাট। ঈদের আর ৪দিন বাকী থাকায় পশু বেচাকেনা বেড়েছে বলে জানান বিক্রেতারা। বাজারগুলোতে পর্যাপ্ত দেশীয় গরু থাকায় দামও নাগালের মধ্যেই রয়েছে বলছেন ক্রেতারা।
ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরই নেত্রকোনায় স্থায়ী পশুর হাটের পাশাপাশি অস্থায়ী প্রায় শতাধিক পশুর হাট বসে। সীমান্তবর্তী জেলা হলেও এখানে ভারতীয় গরু বিক্রির প্রবণতা নেই। বাজার গুলোতে স্থানীয়ভাবে লালিত পশুতেই চাহিদা মিটে যাওয়ায় বাহির থেকে গরু আমদানির প্রয়োজন হয় না।
বাজারে পর্যাপ্ত পশু থাকায় দাম নাগালের মধ্যেই রয়েছে বলছেন ক্রেতারা। এদিকে গরুর পাশাপাশি ছাগল বিক্রিও জমে উঠেছে বেশ জানিয়েছেন ইজারাদাররা।
এ বছর জেলায় স্থায়ী অস্থায়ী প্রায় ২ শতাধিক কোরবানী পশুর হাট বসেছে। প্রতিবছর জেলায় প্রায় কয়েক লাখ গরু ছাগল বেচাকেনা হয় এই হাট গুলোতে। প্রায় প্রতিদিনই জেলা ও উপজেলার কোথাও না কোথাও বসছে পশুর হাট।
সবার আগে আমরা আছি আপনার সাথে