প্রকাশের সময় 30/12/2024
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫ কে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেত্রকোনা শহরের সাতপাই কলেজরোড এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচিতে নেমেছে জেলা প্রশাসন। শহর পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে তারুণ্যের উৎসবের যাত্রা শুরু করলো জেলায়।
সোমবার জেলা প্রশাসনের আয়োজনে সাতপাই বলেজ রোড পৌর কবরস্থানের সামনে অপরিচ্ছন্ন ময়লার ভাগাড় পরিস্কারের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
সকল স্টেকহোল্ডারদের সাথে নিয়ে তরুণ নেতৃত্বের অংশগ্রহণে প্রত্যেকেই ঝাড়– সহ কুদাল দিয়ে নিজেরা শুরুর করে এই কর্মসূচির প্রথম দিনে শহরকে অবর্জ্জনামুক্ত করতে এবং উৎসবের উদ্বোধন ঘোষণা করতেই এই আয়োজন করে।
এসময় জিপি এডভোকেট মাহফুজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাফিকুজ্জামান, এডিসি (আইসিটি) শামীমা আক্তার, নেত্রকোনা পৌরসচিব নুর মোহাম্মদ, এন আকন্দ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ এম এ বাতেন, শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্যরক্ষা কমিটির সম্পাদক আলপনা বেগম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, নির্বাহী পৌরসভার প্রকৌশীলী মো. হুমায়ূন কবীরসহ সকলেই উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গৃহীত ‘তারুণ্যের উৎসব’ নামক দুইমাস ব্যপী কর্মসূচিতে শুরুতেই শহর পরিচ্ছন্নতার কাজ দিয়ে শুরু করা হয়েছে যাতে করে সমাজ পরিচ্ছন্ন হয়। সকল কিছু পরিপাটিতেই সৌন্দয্যতা আনে বলে জানান বক্তারা। দীর্ঘদিন ধরে শহরের সাতপাই কলেজরোড পৌর কবরস্থানের সামনে ফেলা ময়লার ভাগাড় অগ্রাধিকার ভাবে পরিচ্ছন্ন করার দাবী উঠলে আগের দিন প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।