তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম


publisher প্রকাশের সময় : ০৫/০২/২০২৫, ১০:১৩ PM / Views
তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম

প্রকাশের সময় 05/02/2025

 

(নেত্রকোনা প্রতিনিধিঃ সোহেল মিয়া)

 

দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব। এ উৎসব উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তিন তিনব্যাপী বইমেলা। মেলায় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে বসেছিল স্টল। এসব স্টলে শোভা পাচ্ছিল গল্প, উপন্যাসসহ শিশু-কিশোর উপযোগী নানা প্রকার বই। জমজমাট এ বইমেলার আয়োজনে তরুণরা উদ্বুদ্ধ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

তারা জানান, পূর্বধলা উপজেলা পরিষদ প্রাঙ্গণ। এখানেই অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রশাসনের আয়োজনে তিনব্যাপী বইমেলা। গত সোমবার সকালে বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এবং বুধবার বিকেলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির তা সমাপ্তি ঘটান। মেলাকে কেন্দ্র করে স্থানটি যেন হয়ে উঠেছিল দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর। বিশেষ করে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ বইমেলাকে সবচেয়ে বেশি প্রাণবন্ত করে তুলেছিল। মেলায় এসেছিল শিশু, কিশোর, বৃদ্ধসহ সর্বস্তরের লোকজন। তারা মেলায় থাকা প্রতিটি স্টল ঘুরে বই দেখছে এবং পছন্দের বইগুলো ক্রয় করেছে। সৃজনশীল এমন বইমেলার আয়োজনে শিক্ষার্থী ও তরুণরা খুবই উদ্বুদ্ধ জানায়।

 

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রতি বছর এমন বইমেলার আয়োজনের দাবি জানান স্থানীয় সচেতন লোকজন।

 

পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া বলেন, বর্তমান তরুণ প্রজন্ম দিনদিনই বইবিমুখ হয়ে পড়ছে। ফলে তারা নানা রকম অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তাই তরুণ প্রজন্মকে আলোর পথে আনতে এবং পাঠ অভ্যাসে আগ্রহী করে তুলতে বই ও বইমেলার কোনো বিকল্প নেই বলে জানান স্থানীয় শিক্ষকরা।

 

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে প্রথমবারের মতো বইমেলাটি আয়োজন করে ব্যাপক সারা পেয়েছি এবং যে উদ্দেশ্যে বইমেলার আয়োজন- তা অনেকটাই সফল হয়েছে।

ব্রেকিং নিউজ
#তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিনের বইমেলায় উদ্বুদ্ধ তরুণ প্রজন্ম#সদ্য সরকারিকৃত কেন্দুয়া ডিগ্রি কলেজঃ সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল#নেত্রকোনায় স্ত্রীকে শ্বাস রুদ্ধ করে  হত্যাঃ পাষন্ড স্বামী আটক#মদনে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ#নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত#নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ#গৃহবধু আত্মহত্যা নাকি হত্যা দ্বিমত পিত্রালয়ের লোকজনের।#আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত #নেত্রকোনার মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী#খালিয়াজুরী দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত#পূর্বধলায় দীর্ঘদিন পর আদালতের রায়ে জমি বুঝে পেয়েছে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ#রাহুল রাজ এর ভিন্ন ধারার ছোট গল্প- একজন ছমির মোল্ল্যা#আটপাড়া উপজেলার আওলীগের ৪০ নেতাকর্মী কারাগারে#১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ#নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত #নেত্রকোনায় লিমা হত্যাকাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন#নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু#গৌরীপুরে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ #ক্ষণজন্মা তবু কর্মে যিনি মৃত্যুঞ্জয়ী!#মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল