প্রকাশের সময় 31/08/2024
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে নেত্রকোনা জেলা বিএনপি নেতৃবৃন্দদের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ আগষ্ট) বিকাল ৪ টায় পৌর শহরের সদর হাসপাতাল রোডে অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক এর বাসভবনে কনফারেন্স রুমে এই ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত ভার্চুয়াল মিটিং এ প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী ,সাবেক এমপি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
আশরাফ উদ্দিন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড আরিফা জেসমিন নাহিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক , বজলুর রহমান খান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু , সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান , খান সদস্য সচিব তাজেদুল ইসলাম ফারাহ সুজাত ,পৌর বিএনপির সভাপতি কামরুল হক সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, ছাত্রদলের সভাপতি সারোয়ার আলম এলিন সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
উক্ত ভার্চুয়াল মিটিং এ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত ০৫ আগস্ট ছাত্র-জনতার অভুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পলায়ন করেছে। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে ০৫ আগস্টের পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সেক্টর দখল করছে যা পুরোপুরি সত্য নয়। আমাদের গুটিকয়েক নেতাকর্মী যারা এতদিন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ছায়াতলে ছিল তারাই বর্তমানে বিএনপির সাথে যুক্ত হয়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে বিএনপির ভাবমূর্তি নস্ট করার চেষ্টা করছে।
এসময় তিনি বিএনপি’র তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, জনগণের ভোটেই ক্ষমতায় আসতে হবে ও থাকতে হবে হাসিনা সরকারের মতো ঘুম, খুন, হত্যা, দমন ও নিপীড়নের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যায় না যার প্রমাণ আপনারা ইতিমধ্যেই পেয়েছেন।
এ সময় তিনি স্পষ্ট ভাবে বলেন বিএনপি নেতাকর্মী কেউ যদি কোথাও কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে।
পরিশেষে তিনি বিএনপিকে জনমানুষের দল হিসেবে গড়ে তুলে দেশের জনগনের ভালোবাসা ও আস্থা অর্জন জন্য বিএনপি’র তৃণমূল নেতা কর্মীদের আহ্বান জানান। ভার্চুয়াল মিটিংটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।