
প্রকাশের সময় 30/08/2025
দীর্ঘ ১১ বছর পর আগামীকাল ৩০ আগষ্ট (শনিবার) নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে জেলা শহর।
সকাল ১১টায় জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে শুরু হবে এই সম্মেলন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি উপজেলা ও ৫ টি পৌরসভায় মোট ১৫টি সাংগঠনিক ইউনিটের প্রত্যেকটি ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সর্বমোট ১ হাজার ৫ শত ১৫ জন কাউন্সিলর সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল
২০১৪ সালের ২৫ অক্টোবর।
সেই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোঃ
আশরাফ উদ্দিন খান সভাপতি, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাধারণ সম্পাদক এবং এস এম মনিরুজ্জামান দুদু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
পরবর্তীতে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায়জেলা কমিটি ভেঙ্গে দিয়ে ডাঃ মোঃ আনোয়ারুল হককে আহবায়ক ও ড.মোঃ রফিকুল ইসলাম হিলালীকে সদস্য সচিব করে ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে দল পরিচালিত হয়। দীর্ঘ ১১ বছর পর এবার পুনঃরায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক (ছাতা) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি পি এডভোকেট মাহফুজুল হক (চেয়ার)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী (মাছ), যুগ্ম আহবায়ক
এস এম মনিরুজ্জামান দুদু (ফুটবল) ও জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি)।
সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন। উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ সালাহ উদ্দিন আহমেদ।
নির্বাচন কমিশনার এডভোকেট এম এ আওয়াল সেলিম জানান, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুটি পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। ইতিমধ্যে মোক্তারপাড়া মাঠে সম্মেলন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ বিরাজ করছে। সভাপতি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হক ও এডভোকেট মাহফুজুল হক এবং সাধারণ সম্পাদক প্রার্থী ড.রফিকুল ইসলাম হিলালী,এস,এম মনিরুজ্জামান দুদু ও আব্দুল্লাহ আল মামুন খান রনি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে নিজেদের অবদান, গতিশীল নেতৃত্ব এবং যোগ্যতার ওপর জোর দিয়ে সর্বস্তরের নেতাকর্মী ও কাউন্সিলরদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।