প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ৭:৪৪ পি.এম
দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযানঃ ৫০০ পিস ট্যাপেন্ডাডলসহ তিন মাদক ব্যাবসায়ী আটক
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাবলেট ৫০০ পিস ট্যাপেন্ডাডলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনার দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনী ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গাপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিন রওশন এর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার গভীর রাতে তেরি বাজার নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরেকজন মাদক ব্যবসায়ীকে গাওকান্দিয়া এলাকা থেকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্ডাডল, নেশার সরঞ্জামাদি, ২টি অ্যান্ডয়েড ফোন, ৩টি বাটন ফোন ও নগদ ২৩ হাজার টাকা
জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ীরা হচ্ছে, জেলার দূর্গাপুর উপজেলার কাকড়াকান্দা গ্রামের সাইদুল ইসলামের পুত্র আব্দুল হালিম (২৮), পাথারিয়া গ্রামের মোঃ আলাল মিয়ার পুত্র মোহাম্মদ আকাশ (২৬) ও গাওকান্দিয়া গ্রামের রুপন মিয়ার পুত্র মোঃ শাহিন মিয়া (২০)।
আটককৃত মাদক ব্যাবসায়ীদেরকে বুধবার সকালে নেত্রকোনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2025 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.