দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে নেত্রকোণায় নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের মানব বন্ধন অনুষ্ঠিত “

প্রকাশের সময় 05/09/2023

,নেত্রকোণাঃ
২০০৫ সালের ১৭ আগষ্ট তৎকালীন বিএনপি – জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে ১৭ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে
এক মানব- বন্ধন অনুষ্ঠিত হয় ।
বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ গ্রহণ করে ।
নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভ’র পরিচালনায় মানব- বন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোণা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট আরিফুজ্জামান রনি।
নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবকলীগের এই মানব বন্ধনকে সময়ের সঠিক দায়িত্ব বলে মন্তব্য করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায় ।
জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আরিফুজ্জামান রনি বলেন , বিএনপি জামায়াত এই অসুর শক্তির বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে । জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট বাংলাদেশ গঠনে একসাথে সবাইকে কাজ করতে হবে । বক্তারা সিরিজ বোমা হামলার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *