প্রকাশের সময় 10/10/2024
নানা শ্রেণি পেশার মানুষকে নিয়ে ‘আন্তঃ সীমান্ত নদী, নেত্রকোনা বাসীর প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস’া ‘বারসিক’ ও ‘হাওর বাচাঁও আন্দোলন’ এই সংলাপের আয়োজন করে।
নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি লেখক সাংবাদিক হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস’াপন করেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান। সংলাপ অনুষ্ঠানে আন্তঃ সীমান্ত নদীর নানাবিদ সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে সংলাপে বক্তব্য রাখেন চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, লেখক মোঃ আনোয়ার হোসেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, হাওর বাচাঁও আন্দোলন এর সহ-সভাপতি অধ্যাপক কনক পন্ডিত, বারসিক এর পরিচালক পাভেল পার্থ, নেত্রকোনার প্রাণবৈচিত্র রক্ষা কমিটির সম্পাদক আলপনা বেগম, পরিবেশবিদ সোহরাব হোসেন আকন্দ, নেত্রকোনা বন্য প্রাণী রক্ষা কমিটির সভাপতি রিফাত আহমেদ রাসেল ও শিক্ষক শামীম তালুকদার প্রমূখ।
সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারত অভিন্ন আন্ত ঃ সীমান্ত নদীর উপর বাঁধ দিয়ে একদিকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে, অপরদিকে পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের উপর পানির আগ্রাসন চলাচ্ছে। এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জোর দাবী জানান।