প্রকাশের সময় 03/11/2024
পেশাগত মানোন্নয়ন ,ন্যায়সংগত দাবি আদায় ও সক্রিয় ডিকেআইবি গঠনের লক্ষ্যে ০২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন,বাংলাদেশ এর নেত্রকোণা জেলা নির্বাহী কমিটির নির্বাচন -২০২৪ । সকাল ০৯টা থেকে বিকেল ০৩ টা পর্যন্ত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের প্রাঙ্গণ খামারবাড়ীতে এই
নির্বাচন অনুষ্ঠিত হয় ।নির্বাচনে ডি-এ্যাব মনোনীত মামুন -নুরু-মাহাবুব প্যানেল ও মো: আব্দুল হক -শফিকুল ইসলাম জামাল প্যানেল অংশগ্রহণ করে।
সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম জামাল নির্বাচিত হন । ১৭ সদস্য বিশিষ্ট ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর নেত্রকোণা জেলা নির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি:কামাল উদ্দিন ফকির,যুগ্ম-সম্পাদক:মোঃসামিমুল ইসলাম খান মিশুক,সাংগঠনিক সম্পাদক:মোঃমাহাবুব খান , সহ-সাংগঠনিক সম্পাদক: মোজাম্মেল হক মিঠু, অর্থ সম্পাদক: মোঃমোসাহিদ উল্লাহ , দপ্তর সম্পাদক: মোঃশাহিনুর আলম , প্রচার-প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক: মো, আব্দুল আলীম , চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক: মো, আবুল কালাম আজাদ , শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মোঃ দেলোয়ার হোসেন, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: রাজন মিয়া ,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ আজিজুর রহমান , মহিলা বিষয়ক সম্পাদক: মোকতারা খানম , সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: রুহুল আমীন ও নির্বাহী সদস্য মোঃশাহজাহান মিয়া ।
ভোট প্রদানে বাঁধা ও অনিয়মের অভিযোগে আব্দুল হক-জামাল প্যানেলের প্রার্থীরা বয়কট করলেও দিন শেষে নির্বাচন সুসম্পন্ন হয় বলে জানান রিটার্নিং অফিসার মো: শামছুল হক ও প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম সহ সহকারীবৃন্দ।
তিনি আরো বলেন , ডিপ্লোমাধারী মোট ভোটারের সংখ্যা ২৮২ জন । বৈধ বিনষ্ট বাতিল সহ ভোট পড়ে ২৩১ টি । প্রদত্ত সঠিক ভোট দেন ১৯১ জন ভোটার। নির্বাচনে সহযোগিতা করার জন্য রিটার্নিং অফিসার মো, শামছুল হক প্রার্থী ,ভোটার , পুলিশ সদস্য ও সেনাবাহিনীর সদস্যসহ উপস্থিত সকল কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ।
নির্বাচন পরিচালনা কমিটির অনুমতিক্রমে ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ , সেনাবাহিনী, সাংবাদিকসহ প্রার্থীদের সামনে সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ও নির্বাচিত বিজয়ী প্রতিনিধিদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম।