নেত্রকোণা সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নেত্রকোণা সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।১৩ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নেত্রকোণা সদর উপজেলা শাখার সভাপতি পুলক চৌধুরী, সহ-সভাপতি সন্দীপন চৌধুরী,সহ-সভাপতি প্রণব রায় রাজু,সাধারণ সম্পাদক রতন বিশ্বশর্মা,যুগ্ন- সাধারণ সম্পাদক রূপক সরকার,পৌর শাখার সভাপতি ঝন্টু সাহা প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ইউএনও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সবার আগে আমরা আছি আপনার সাথে