নেত্রকোণার আটপাড়ায় কৃষি কাজে ব্যবহৃত একটি পাওয়ার টিলার চুরির অভিযোগে আদালতে হাজিরা দিতে এসে তোফায়েল মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বরিবার দুপুরে নেত্রকোণা আদালতে হাজির হলে জামিন না মঞ্জুর করে তাকে জেলা হাজতে প্রেরনের নির্দেশ দেয় আদালত। গ্রেফতারকৃত তোফায়েল আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে।
অভিযোগে জানা যায়, উপজেলার দৌলতপুর গ্রামের তোফায়েল গংদের সাথে সাহাব উদ্দিনের পূর্বশত্রুতা চলে আসছিল। এরই জেরে গত ২৭ ডিসেম্বর রাতে সাহাব উদ্দিনের বাড়ীর পিছন থেকে পৌনে দুই লাখ টাকার পাওয়ার টিলারটি চুরি হয়। পরে সাহাব উদ্দিন বাদী হয়ে গত ২৭ ফেব্রুয়ারী থানার একটি মামলা দায়ের করেন। রবিবার আদালতে হাজির হলে জামিন না মঞ্জুর করে তোফায়েলকে জেল হাজতে প্রেরন করেন।
আটপাড়া আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুসরাত জাহান রবিবার আসামীর উপস্থিততে এই আদেশ দেন।
সবার আগে আমরা আছি আপনার সাথে