নেত্রকোণায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শৃংখলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাস্সুমের আহ্বানে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷ এসময় জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, সাবেক ছাত্রনেতা ও লক্ষীগঞ্জ ইউনিয়নের চেম্বারের চেয়ারম্যান শফিকুল কাদের সুজা, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির, জেলা বিএনপির সদস্য রাজু আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস, এম,মোয়াজ্জেম হোসেন,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি শামসুল হুদা শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতারা জেলা শহরের বিভিন্ন মন্দির ও মডেল থানা পরিদর্শন করেন। এসময় নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ সহায় সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সবার আগে আমরা আছি আপনার সাথে