নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ 

প্রকাশের সময় 16/01/2025

মানসম্মত শিক্ষা নিশ্চিত কল্পে নেত্রকোণায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় এই অভিভাবক সমাবেশের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোঃ হাসিম উদ্দিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার,  সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) শেখ মোঃ আব্দুল মান্নান,  সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা ) আব্দুস সাবুর, অভিভাবকদের পক্ষে ইয়াসির আমির সোহেল ও অর্পনা তালুকদার প্রমুখ।
অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন,  একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র-ছাত্রীদেরকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত কল্পে স্ব স্ব অবস্থান থেকে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের আরো আন্তরিক ও
দ্বায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *