নেত্রকোনায় অবৈধ ভাবে জমি দখলের চেষ্টা অবসর প্রাপ্ত পুলিশের উপর হামলার অভিযোগ 

প্রকাশের সময় 02/06/2024

নেত্রকোনা পৌর এলাকার সাতপাই বর্শিকুড়ায় ক্রয়সূত্রে প্রাপ্ত আব্দুস সালামের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে মোঃ চান মিয়া, মোঃ লিটন মিয়া, মোঃ রিপন মিয়া ও তার ছেলেদের বিরুদ্ধে। জমি দখল করতে গিয়ে মারধর করা হয়েছে জমির মালিক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের উপর।

এ ঘটনায় আব্দুস সালামের স্ত্রী বাদী হয়ে ৫ জনকে আসামি করে গত শনিবার রাতে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর ১ নং ওয়ার্ড বর্শিকুড়ায় ক্রয়সূত্রে প্রাপ্ত জমি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালাম ভোগদখল করে আসছেন। হঠাৎ করে গত শুক্রবার রাত আনুমানিক ৮ টায় রিপন মিয়া, চান মিয়া, লিটন মিয়া, তোফায়েল ও হৃদয় সহ আরও কয়েকজন জমি দখলের জন্য জোরপূর্বক নতুন করে গৃহ নির্মাণের কাজ শুরু করেন। এ সময় আব্দুস সালাম বাধা দিলে তাকে বেধড়ক মারপিট ও মাথায় আঘাত করে আহত অবস্থায় ফেলে যায় আসামিরা। পরে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

আহত আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে আমি আমার ক্রয়সূত্রে জমি ভোগদখল করে আসছি। হঠাৎ করে চান মিয়ার দুই ছেলে ও আফছর উদ্দিন এর তিন ছেলে মিলে গত শুক্রবার ( ৩১-০৫-২০২৪ইং) তার জায়গা দাবি করে আমার ওপর রড ও ইট দিয়ে হামলা করে আহত করে। এর আগেও তারা আমার উপর হামলা করার হুমকি দিয়েছে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, জমিজমা নিয়ে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আমাদের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালাম আহত আছেন। এবিষয়ে অভিযোগ পেয়ে আমরা একজন আসামিকে গ্রেফতার করেছি বাকি আসামিরা পলাতক আছে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *