নেত্রকোনায় উব্দাখালী নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত, বন্যার আশংকা 

প্রকাশের সময় 20/06/2024

নেত্রকোনায় গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রধান কয়েকটি নদ-নদীর পানি বেড়েই চলেছে। এরমধ্যে সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার উব্ধাখালি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ওই অঞ্চলে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার পানি এসে বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। এতে উপজেলার নিচু এলাকার গ্রামীণ অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে। তবে বাড়ি-ঘরে পানি উঠেনি। নিচু এলাকা হওয়ায় প্রকৃতগতভাবে বর্ষাকালে অনেক গ্রামের মানুষ পানিবন্ধি থাকে। ফলে নৌকাই তখন তাদের চলাচলের একমাত্র যোগাযোগের মাধ্যম হয়ে যায়। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাড়িঘরে পানি প্রবেশ করে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানি লোকালয়ে না ঢুকলেও বৃষ্টি অব্যাহত থাকালে বন্যার আশঙ্কা রয়েছে। জেলার অন্যন্য প্রধান নদী কংশ, সোমেশ্বরী ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ওই নদ-নদীর পানি।

নেত্রকোনা আবহাওয়া অধিদপ্তর অফিসের কর্মকর্তা মো. মামুন জানান, গত ২৪ ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বর্ষাকাল থাকায় বৃষ্টি অব্যাহত থাকবে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত বাড়ি-ঘরে পানি প্রবেশ করেনি। তবে কিছু কিছু এলাকার গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। উপজেলার বিশরপাশা এলাকার ১২টি পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে। এছাড়াও বন্যা মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *