প্রকাশের সময় 11/07/2024
নেত্রকোনা জেলার পৌরশহরের সাতপাই রেলক্রসিং টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে সড়কে তালা ভেঙ্গে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোর বা চোর চক্র গতকাল ১০ জুলাই বুধবার দিনগত রাতের কোন এক সময় দোকানের তালা ভেঙ্গে দোকানে ঢুকে স্মাইল কিউ আইকন কোম্পানির বাটন মোবাইল ফোন ১১৩ পিস, ইমাম স্মাইল কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন ৩০ পিস, গ্রামীণফোন কোম্পানি কর্তৃক নেটওয়ার্ক সার্ভিস এর একটি হাওয়াই ডিভাইস, মোবাইল এক্সেসরিজ , চাইনিজ তালা ৫০ ,পিস কাটিং ব্লেড ২৪ প্যাকেট, ৭০ পিস ৩২ জিবি মেমরি নগদ ৮৫০ টাকা সহ সর্বমোট চোরাই মালামালের মূল্য অনুমান ৪ লক্ষ ৬৫ হাজার টাকা ।
খবর পেয়ে বৃহস্পতিবার বার (১১ জুলাই) বিকালে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় দোকান মালিক বৃহস্পতিবার বিকালে থানায় লিখিত এজাহার দিয়েছেন।
দোকানের মালিক মইনুল ইসলাম জুয়েল বলেন, প্রতিদিনের মতো রাত অনুমান ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকানের এসে দেখি তালা খোলা এবং ভাঙা ভেতরের সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে হিসাব করে দেখতে পাই আমার উপরোক্ত মালামাল গুলো চুরি হয়েছে।
এদিকে বাজারে পাহাড়াদার থাকা সত্বেও শহরের ব্যস্ততম এলাকায় চুরির ঘটনায় ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেছেন। বাজারে পাহাড়াদারও ছিল। তারমধ্যে কীভাবে এতগুলো তালা খোলে ভেঙে চুরির ঘটনা বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি মো. মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চোরাই মালামাল উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।