দীর্ঘ ৫২ বছর মামলা চালিয়ে যাওয়ার পর কোর্টের রায়ে নেত্রকোনায় নিজের পৈত্রিক জায়গা ফেরত পেয়েছে প্রকৃত মালিক দীপক সাহা।
আজ মঙ্গলবার কোর্টের নির্দেশে পৌর শহরের ছোটবাজার এলাকায় সোয়া ৬ শতাংশ জায়গা প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ৫২ বছর পূর্বে শহরের ছোটবাজার এলাকায় জনৈক সোহরাব উদ্দিন আকন্দের নিকট দোকান ভাড়া দেয় দীপক সাহা। এরপর থেকে ভাড়াটিয়া নিজের জায়গা দাবি করে জোরামলে দখল করে নেয়। এরপর জমি ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেন প্রকৃত মালিক। দীর্ঘদিন পর মামলার রায়ের প্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিককে জায়গা বুঝিয়ে দেন আদালত।
এসময় এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সবার আগে আমরা আছি আপনার সাথে