নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাসিন বিশ^াস ৪৮ ঘন্টা পর হাসপাতালে মৃত্যু

প্রকাশের সময় 25/10/2024

 

মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাসিন বিশ্বাস  (৩৮) চিকিৎসাধীন অবস্থায় ৪৮ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের শিমুলাটি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কংশ নদের ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে শিমুলাটি গ্রামের রমজান বিশ্বাসের ছেলে মাসিন বিশ্বাসের সাথে একই গ্রামের সাদির বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাসের বিরোধ দেখা দেয়। এরই জের ধরে সাদির বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাসের নেতৃত্বে আলাল উদ্দিন ভুঁইয়ার ছেলে আরিফ ভুঁইয়া, মজিবর ভুঁইয়ার ছেলে আনিস ভূঁইয়া, আলী আহমেদ বিশাসের ছেলে রাজন বিশ্বাস গত বুধবার সন্ধ্যায় রমজান বিশ্বাসের ছেলে মাসিন বিশ্বাসের উপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় আইন উদ্দিন মেম্বারের ছেলে খোকন তালুকদার, জামাল তালুকদার, ইসলাম উদ্দিন তালুকদারের ছেলে জিয়া তালুকদার আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাসিন বিশ্বাসের  অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৪৮ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শুক্রবার সন্ধ্যায় মাসিন বিশ্বাস  মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত মাসিন বিশ্বাসের ছোট ভাই মাসুম বিশ্বাস বলেন, আমার বড় ভাই মাসিন বিশ্বাসকে  শামীম বিশ্বাস ও তার লোকজন নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। আজ সন্ধ্যায় আমার ভাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত  গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাসপাতালে মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে এখনও থানায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *