নেত্রকোনায় প্রশিক্ষণ শেষে ১৯ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশের সময় 29/08/2024

নেত্রকোনায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে তিন মাস ব্যাপী প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে ১৯ জন দুস্থ, অসহায় ও বিধবা মহিলার মাঝে ১৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রূপালী মহিলা উন্নয়ন সংস্থা এই সেলাই মেশিন বিতরণ করেন।

রূপালী মহিলা উন্নয়ন সংস্থা’র সভাপতি আসমা আক্তার সেতুর সভাপতিত্বে সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাকাসসুম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ননী গোপাল সরকার, প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন।

   অনুষ্ঠানে বক্তারা, সমাজের পিছিয়ে পড়া, দুস্থ অসহায় মহিলাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিটি এনজিও’র উচিত আরো বেশী সংখ্যক যুবতী ও নারীকে প্রশিক্ষনের আওতায় নিয়ে এসে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নিজের পালে দাঁড়াতে সহায়তা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *