‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’, এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে নেত্রকোনা পিটিআই এর বিটিপিটি প্রশিক্ষনার্থীবৃন্দ জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবের সামনে এসে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচী চলাকালে এক দফা দ্রæত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন খালিয়াজুরি উপজেলার ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাকিয়া আক্তার, কেন্দুয়া উপজেলার কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইসরাত নুর শিলা, আটপাড়া উপজেলার পাইকদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল আলম, খালিয়াজুরি উপজেলার পাঁচহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী জাবেদ, পূর্বধলা উপজেলার হলুদাটি-কাকুড়কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা ও খালিয়াজুরি উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল হক সহ অনান্য প্রশিক্ষণার্থী শিক্ষক ও শিক্ষিকারা।
সবার আগে আমরা আছি আপনার সাথে