প্রকাশের সময় 16/10/2024
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি মূলক পোস্টকারী রানা চন্দ্র সরকারকে (৩৫) আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের উত্তর পাড়ার মৃত রঞ্জিত চন্দ্র সরকারের পুত্র রানা চন্দ্র সরকার তার ব্যক্তিগত ফেসবুক আইডি’তে গত ১৫ অক্টোবর “দেবী দূর্গা এবং ভক্ত” শিরোনামে কাল্পনিক কথোপকথনের এক পর্যায়ে হযরত মোহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তিমূলক পোস্ট দেয়। যা দ্রæত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। ধর্মপ্রাণ ওলামা মাশায়েখ গন বিষয়টি নেত্রকোনার পুলিশ সুপারকে অবহিত করলে তিনি তাৎক্ষনিক নেত্রকোনা মডেল থানার পুলিশকে আইনগত ব্যবস্থ্যা নেয়ার নির্দেশ প্রদান করেন।
নেত্রকোনা মডেল থানার পুলিশ আজ বুধবার ১৬ অক্টোবর তথ্য প্রযুক্তি ব্যবহার করে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় দুপুর ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত রানা চন্দ্র সরকারকে আটক করে।
নেত্রকোনার সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি গাজী মুহাম্মদ আবদুর রহীম সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা নেত্রকোনায় এ ধরনের ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।