প্রকাশের সময় 24/01/2025
(মোঃ সোহেল মিয়া)
গতকাল বৃহস্পতিবার ২৩ জানুয়ারী দুপুর ২ ঘটিকার সময় পুলিশের পক্ষপাতিতা মানি না মানব মানবো না,এই স্লোগানে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনা জেলার সচেতন নাগরিক মহলের ব্যানারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তারা বলেন, লিমা হত্যা কান্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যার সঙ্গে জড়িত আসামীদের আটক করতে পারেনি পুলিশ।নিহতের মা বলেন, ‘এক সপ্তাহ পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা নেই। বরং আসামিদের আটক না করতেই নানরকম টালবাহানা করছে পুলিশ। আমি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। বিচার না করে দিলে আমাদের বিষ দেন, তা খেয়ে মরে যেতে চাই।’ উক্ত মানব বন্ধনে সচেতন নাগরিক মহলের অনেকেই বক্তব্য রাখেন এবং লিমা হত্যা কান্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান
আপনার মতামত লিখুন :