প্রকাশের সময় 02/01/2025
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নির্দেশে বুধবার সকাল ১১ টায় শীতার্তদের মাঝে নিজ অর্থায়নে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে যুবদল নেতা নজরুল আলম ফিরোজ।
নেত্রকোনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন এর সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম সোহেল রানার সঞ্চালণায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমদ খান,
যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক ,জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, আনোয়ার পারভেজ, নেত্রকোনা সদর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক, গোলজার হোসেন, নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে নেত্রকোনা পৌর এলাকার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরীব, দুস্থ, ছিন্নমূল পাঁচ শতাধিক শীতার্ত নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।