নেত্রকোনায় সাংবাদিকদের সাথে জেলা বিএনপির আহবায়কের মত বিনিময় সভা

প্রকাশের সময় 08/08/2024

নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেছেন, গণমাধ্যম হচ্ছে জাতির দর্পন আর সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। বিগত ১৬ বছর যাবৎ স্বৈরাচারী খুনি হাসিনা সরকার দেশে বিরোধী দল দমনে নির্বিচারে গণ গ্রেফতার, হামলা, মামলা, গুম, খুন চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অবশেষে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে ছাত্র জনতাকে প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আজ বুধবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক একেএম আব্দুল্লাহ’র সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সদস্য সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ফকির, রাজু আহম্মেদ, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, সদস্য সচিব এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মত বিনিময় সভায় ডাঃ মোঃ আনোয়ারুল হক আরো বলেন, দেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা না থাকায় বিএনপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এতোদিন মুখ খুলে কোন কথা বলতে পারত না। মুক্তভাবে নিঃশ^াস নিতে পারছিল না। দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচারের পতনের পর দেশে আবারো গণতন্ত্র ফিরে এসেছে, বাক স্বাধীনতা ফিরে এসেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন। বিএনপির নেতৃবৃন্দ কিংবা আমি ভূল করলে অবশ্যই আমার বিরুদ্ধেও সংবাদ পরিবেশন করবেন। আমি কিছু মনে করবো না। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের উপাসনালয় এবং বাড়ীঘরে হামলা ভাংচুর ও লুটপাঠ বন্ধে দলের নেতৃবৃন্দ দিনরাত পাহাড়া দিচ্ছে। তিনি নেত্রকোনার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *