প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৯:৫৪ পি.এম
নেত্রকোনায় সাংবাদিকদের সাথে জেলা জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা
নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর সাথে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের কুড়পাড় দলীয় কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিস এর সভাপতিত্বে মিডিয়া সম্পাদক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলন, দৈনিক সংগ্রাম নেত্রকোনা জেলা প্রতিনিধি সাংবাদিক দিলওয়ার খান
সভায় বক্তারা দেশের সাম্প্রতিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, “গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম যা দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সবার আগে আমরা আছি আপনার সাথে
Copyright © 2025 নেত্রকোনা নিউজ ২৪. All rights reserved.