Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ৫ জন আটক

প্রকাশের সময় 29/08/2025

নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচজনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে তিনজনকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার দুপুরে কলমাকান্দার কচুগড়া সীমান্ত দিয়ে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

আটককৃতরা হলো নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দাদিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলম মিয়া (২০), একই এলাকার অটোরিকশা চালক ইমন (২০) এবং ময়মনসিংহের মুক্তাগাছা সদরের হারুণ মিয়ার ছেলে মোনাইস ইসলাম (১৯)।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কলমাকান্দার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুইজনকে আটক করে কচুগড়া বিওপি সদস্যরা।

এরা হলো জামালপুর সদর উপজেলার ইটাইন ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. জুবায়ের হোসেন (১৯) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রমজান আহমেদ (১৯)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাঠের মেইন পিলার নং- ১১৭৮/৪-এস সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের খবরে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এই সময় বিজিবির উপস্থিতিতে তিনজন ভারতে পালিয়ে গেলেও দুইজনকে আটক করে বিজিবি সদস্যরা।

এই ঘটনায় শুক্রবার দুপুরে কলমাকান্দা থানায় আটককৃত রমজান আহমেদ ও জুবায়ের হোসেন হস্তান্তর করে কচুগড়া বিওপির হাবিলদার মোঃ তোফায়েল হোসেন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের করে। এদিকে মামলা দায়ের পর পালিয়ে যাওয়া তিনজনকে কলমাকান্দা থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোঃ লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় বিজিবি সদস্যরা দুই ধাপে মোট পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নেত্রকোনা ব্যাটেলিয়ান ৩১বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এএসএম কামরুজ্জামান জানান, অবৈধভাবে অনুপ্রবেশের খবর পেয়ে তাৎক্ষণিক বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে। এবং বিএসএফ আরো তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা মোট পাঁচজনকেই কলমাকান্দা থানায় সোপর্দ করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

md rezaul hasan

নেত্রকোনায় ডিবি পুলিশের হাতে ৮ জুয়ারী আটক

নেত্রকোনায় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ৫ জন আটক

Update Time : ০৫:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

প্রকাশের সময় 29/08/2025

নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচজনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে তিনজনকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার দুপুরে কলমাকান্দার কচুগড়া সীমান্ত দিয়ে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

আটককৃতরা হলো নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দাদিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলম মিয়া (২০), একই এলাকার অটোরিকশা চালক ইমন (২০) এবং ময়মনসিংহের মুক্তাগাছা সদরের হারুণ মিয়ার ছেলে মোনাইস ইসলাম (১৯)।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কলমাকান্দার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুইজনকে আটক করে কচুগড়া বিওপি সদস্যরা।

এরা হলো জামালপুর সদর উপজেলার ইটাইন ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. জুবায়ের হোসেন (১৯) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রমজান আহমেদ (১৯)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাঠের মেইন পিলার নং- ১১৭৮/৪-এস সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের খবরে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এই সময় বিজিবির উপস্থিতিতে তিনজন ভারতে পালিয়ে গেলেও দুইজনকে আটক করে বিজিবি সদস্যরা।

এই ঘটনায় শুক্রবার দুপুরে কলমাকান্দা থানায় আটককৃত রমজান আহমেদ ও জুবায়ের হোসেন হস্তান্তর করে কচুগড়া বিওপির হাবিলদার মোঃ তোফায়েল হোসেন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের করে। এদিকে মামলা দায়ের পর পালিয়ে যাওয়া তিনজনকে কলমাকান্দা থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোঃ লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় বিজিবি সদস্যরা দুই ধাপে মোট পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নেত্রকোনা ব্যাটেলিয়ান ৩১বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এএসএম কামরুজ্জামান জানান, অবৈধভাবে অনুপ্রবেশের খবর পেয়ে তাৎক্ষণিক বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে। এবং বিএসএফ আরো তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা মোট পাঁচজনকেই কলমাকান্দা থানায় সোপর্দ করেছি।